আইন ও অপরাধ

ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে

নিজস্ব প্রতিবেদক : নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা দুই মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুই মামলায় আট দিনের রিমান্ড শেষে আকরামুল হককে আদালতে হাজির করেন দুই তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. মজিবর রহমান এবং সোমেন কুমার বড়ুয়া। তারা আকরামুল হককে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম তাকে কারাগারে নেওয়ার আদেশ দেন। গত ১৮ নভেম্বর আকরামুল হককে বিস্ফোরক আইনের মামলায় পাঁচ দিন এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে সোমবার মতিঝিল থানায় দায়ের করা নাশকতার আরেক মামলায় আকরামুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদনে করেন মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার এসআই শফিকুল ইসলাম। একই আদালত আগামী ৩০ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন। প্রসঙ্গত, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরামের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফেরার পথে গত ১৭ নভেম্বর পল্টন মোড় থেকে আকরামুল হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৭/মামুন খান/রফিক