আইন ও অপরাধ

\`বিদেশে পলাতক সন্ত্রাসীর নির্দেশে সিদ্দিককে হত্যা\`

নিজস্ব প্রতিবেদক : ইউরোপে পালিয়ে থাকা এক বাংলাদেশী সন্ত্রাসীর নির্দেশে বনানীতে ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সীকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।  বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম  ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুলশানের কালাচাঁদপুর এলাকা থেকে অস্ত্রসহ হেলাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নেতৃত্বেই ব্যবসায়ী সিদ্দিককে হত্যা করা হয়েছে। হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘ইউরোপের একটি দেশে পলাতক প্রবাসী এক সন্ত্রাসী বন্ধু হেলাল উদ্দিনকে (৩৮) ওই ব্যবসায়ীকে হত্যার নির্দেশ দেয়। পরে হেলাল উদ্দিন কন্ট্রাক্টে ওই নির্দেশ বাস্তবায়ন করে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।’ মনিরুল ইসলাম আরও বলেন, ‘হত্যাকাণ্ডের নির্দেশ ইউরোপ প্রবাসী যে সন্ত্রাসীর কাছ থেকে এসেছে ২০১৩-১৫ সালে দেশে জ্বালাও পোড়াওয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে দেশে অনেক মামলা আছে। সে সিদ্দিককে হত্যা করতে বন্ধুকে নির্দেশ দেয়। সিদ্দিক ছাত্রদলের মধ্যম সারির নেতা ছিলেন।

 

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডে মোট ছয়জন অংশ নেয়। হেলাল ছিল পরিকল্পনাকারী ও অপারেশন কমান্ডার। সরাসরি হত্যাকাণ্ডে চারজন অংশ নেয়। তাদের মধ্যে দুজনকে আমরা শনাক্ত করেছি। তারা হলো, পিচ্চি আল আমিন ও সাদ্দাম। অপর দুই জনকে শনাক্ত করার চেষ্টা চলছে। তারা হত্যাকাণ্ডে ২৫ রাউন্ড গুলি ব্যবহার করে। এরপর তারা বের হয়ে বাইরে থেকে অফিসের দরজা লাগিয়ে চলে যায়। হেলাল ও তার আরেক সহযোগী বাইরে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। গ্রেপ্তার হেলালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে। আদালতের অনুমতি পেলে তাকে রিমান্ডে নিয়ে এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বনানীর এস মুন্সি ওভারসিজ রিক্রুটিং এজেন্সির মালিক সিদ্দিককে তার অফিসে গুলি করে হত্যা করা হয়। এসময় অফিসের চার জন স্টাফও গুলিবিদ্ধ হন। এই ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটি বর্তমানে ডিবি উত্তর তদন্ত করছে।

   

রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৭/নূর/শাহনেওয়াজ