আইন ও অপরাধ

নিখোঁজ রাষ্ট্রদূতের বাসায় এসেছিলেন ৩ যুবক

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ প্রাক্তন রাষ্ট্রদূত এম মারুফ জামানের বাসায় তিন যুবক এসেছিলেন। তারা সবাই মুখোশ পড়া ছিলেন। এ কারণে তাদের শনাক্ত করা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। যুবকরা মারুফ জামানের বাসা থেকে কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন। গত সোমবার থেকে নিখোঁজ রয়েছেন প্রাক্তন এ কূটনীতিক। বুধবার রাতে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল লতিফ রাইজিংবিডিকে বলেন, ‘ধানমন্ডি ৯/এ সড়কে ছয়তলার তৃতীয় তলায় মারুফ জামান থাকেন। ওই বাসার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দেখা গেছে, সোমবার জামান নিখোঁজ হওয়ার পর তিন যুবক মুখে মাঙ্কি ক্যাপ পরে তার বাসায় প্রবেশ করে। কিছুক্ষণ পর তারা আবার বেরিয়েও যায়। ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। গোয়েন্দারাও এ নিয়ে কাজ করছেন। তবে এখনো পর্যন্ত তার অবস্থান জানা যায়নি।’  এদিকে বুধবার প্রাক্তন এ রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে পাঠানো হয়। এতে বলা হয়, ৪ ডিসেম্বর ছোট মেয়ে সামিহা জামানকে বিমানবন্দর থেকে নিয়ে আসার জন্য সন্ধ্যায় ধানমন্ডির বাসা থেকে গাড়ি নিয়ে বের হন জামান। কিছুক্ষণ পর বাসার ল্যান্ড ফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। বাসার গৃহপরিচারিকাকে অপর প্রান্ত থেকে জানানো হয়, জামানের বাসায় কম্পিউটার নিতে কেউ একজন আসবেন। এর কিছুক্ষণ পর ৮টা ৫ মিনিটের দিকে তিন সুঠামদেহী ভদ্রলোক বাসায় এসে তার ল্যাপটপ, বাসার কম্পিউটারের সিপিইউ, ক্যামেরা,  একটি স্মার্টফোন নিয়ে যান। তারা রুমেও তল্লাশি করেন। এ ঘটনায় জামানের স্বজনরা ৫ ডিসেম্বর দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ২১৩। স্বজনরা জানান, জামান সর্বশেষ ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি কাতারে রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর হিসেবে কাজ করেছেন।

   

রাইজিংবিডি/ঢাকা/৬ নভেম্বর ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ