আইন ও অপরাধ

কানাডিয়ান হাইকমিশনের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : ৪ লাখ ১৪ হাজার ডলার আত্মসাতের অভিযোগে কানাডায় বাংলাদেশ হাইকমিশনের প্রাক্তন কাউন্সিলর (স্থানীয়) মো. মকসুদ খানের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে ওই মামলা দায়েরের জন্য অনুমোদন দেওয়া হয়। দুদকের উপ-পরিচালক মুহম্মদ মাহাবুবুল আলম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় শিগগিরই মামলাটি দায়ের করবেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে জানিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মেশিন রিডেবল পাসপোর্ট বাবদ সরকারি খাতে ৪ লাখ ১২ হাজার ৩৮২ টাকা কানাডিয়ান ডলার জমা না দিয়ে আত্মসাৎ করেন। এছাড়া একই ব্যাংক ড্রাফট একাধিকবার ব্যবহার করে ১৫০০ কানাডিয়ান ডলার ও জনৈক খালিদ হাসানের পাসপোর্ট ফি বাবদ আসামি মো. মকসুদ খান ৩২০ কানাডিয়ান ডলার আত্মসাৎ করেন। অর্থাৎ আসামি ক্ষমতার অপব্যবহার করে তার ওপর অর্পিত আর্থিক দায়িত্ব লংঘন করে মোট ৪ লাখ ১৪ হাজার ২০২ কানাডিয়ান ডলার আত্মসাৎ করেন। রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/এম এ রহমান/মুশফিক