আইন ও অপরাধ

ছিনতাইকালে শিশুর মৃত্যু : এএসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ীর দয়াগঞ্জে ছিনতাইকালে পাঁচ মাসের এক শিশু মায়ের কোল থেকে পড়ে মরে যাওয়ার ঘটনায় ওই এলাকার চেকপোস্টের দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা পুলিশ কর্মকর্তার নাম বদরুল আলম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার এএসআই ছিলেন। ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ভোরে দয়াগঞ্জে ছিনতাইয়ের কবলে পড়েন আকলিমা ও তার পাঁচ বয়সি শিশু সন্তান আরাফাত। ছিনতাইকারীরা আকলিমার ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হয় আরাফাত। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের কাছে পুলিশের একটি চেকপোস্ট ছিল। সেই পোস্টের দায়িত্বে ছিলেন এএসআই বদরুল। এ ঘটনায় ওই দিন দুপুরে আরাফাতের বাবা শাহ আলম বাদী হয়ে অজ্ঞাতনামা একজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৭/নূর/ইভা