আইন ও অপরাধ

ভুরুঙ্গামারীর এসি ল্যান্ড হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক : প্রবীণ এক আইনজীবীকে সাজা দেওয়ার ঘটনায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) বিরোদা রানী রায় হাইকোর্টে উপস্থিত হয়েছেন। বুধবার বেলা ১১টার পর তিনি হাইকোর্টে উপস্থিত হন। বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ব্যাখ্যা দিবেন তিনি। এর আগে ১৭ ডিসেম্বর প্রবীণ এক আইনজীবীকে সাজা দেওয়ার ঘটনায় তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। প্রসঙ্গত, কথা কাটাকাটির জের ধরে বিরোদা রানী রায় তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিনাজপুরের প্রবীণ আইনজীবী বিনোদ বিহারীকে ৫০০ টাকা জরিমানা করেন। এ ঘটনার জের ধরে এসি ল্যান্ডকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে বদলি করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৭/মেহেদী/সাইফ