আইন ও অপরাধ

আবুল খায়ের গ্রুপের ৪ পরিচালককে ফের তলব

নিজস্ব প্রতিবেদক : রাজস্ব আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আবুল খায়ের গ্রুপের চার পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে বুধবার তাদের তলব করে পৃথক চিঠি দিয়েছেন দুদক পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। যাদের তলব করা হয়েছে তারা হলেন- আবুল কাশেম, আবুল হাশেম, মো. আবু সাঈদ চৌধুরী ও শাহ শফিকুল ইসলাম। আগামী ৯ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে হবে তাদের। এর আগে গত ২১ ও ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ওই চার পরিচালককে তলব করলেও উপস্থিত না হয়ে তারা সময়ের আবেদন জানান। এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের তলব করে নতুন নোটিশ দেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে। দুদক জানায়, আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি ছাড়াও ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ ও মালিকদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অক্টোবর থেকে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে কমিশন। রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৭/এম এ রহমান/ইভা