আইন ও অপরাধ

ওয়াহিদুল হককে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার

নিজস্ব প্রতিবেদক : অর্থপাচারের অভিযোগ অস্বীকার করেছেন এবি ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় এম ওয়াহিদুল হককে। আপনি অর্থপাচারের সঙ্গে জড়িত কি না? এমন প্রশ্নের জবাবে ওয়াহিদুল হক বলেন, না। অর্থপাচারের সঙ্গে আমি জড়িত নই। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যা বলার আমি ওখানে (দুদকের তদন্ত কর্মকর্তা) কাছে বলেছি, আমি অর্থপাচারের সঙ্গে জড়িত নই।’ এর পর বিকেল ৫টায় জিজ্ঞাসাবাদ কক্ষ থেকে বেরিয়ে আসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমান। তিনি বলেন, ‘আমাদের যা বলার বলে দিয়েছি। আমাদের ব্যাখ্যা আমরা দিয়ে গেছি। ওনারা (তদন্ত কর্মকর্তা) তারপর দেখবেন। ব্যাংক থেকে সব ইনফরমেশন তাদের দেওয়া আছে।’ অর্থপাচারের সঙ্গে জড়িত কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বলতে পারব না।’ একই ঘটনায় আগামী ৩১ ডিসেম্বর ও ২ জানুয়ারি ব্যাংকটির সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে অর্থপাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ তদন্তের দায়িত্বে রয়েছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। গত ২১ ডিসেম্বর দেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও পরিচালক ব্যারিস্টার ফাহিমুল হক পদত্যাগ করেন। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা পদত্যাগ করেন। রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৭/এম এ রহমান/রফিক