আইন ও অপরাধ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৩৪ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিভিন্ন মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৩৪ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ থেকে তাদের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন দায়িত্বপ্রাপ্ত সলিসেটর রঞ্জন কুমার সাহা। আইনজীবী বশির আহমেদ, মো. সাইফুজ্জামান, ইয়াসমিন বেগম বীথি, আশেন মোমিন, গোলাম মোস্তাফাসহ মোট ৩৪ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৮/মেহেদী/ইভা