আইন ও অপরাধ

পলাতক তিন আসামির পক্ষে যুক্তি উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পলাতক তিন আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তাদের আইনজীবীরা। মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ নিয়ে পলাতক ৮ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এদিন পলাতক আসামি জাহাঙ্গীর আলম বদরের পক্ষে আইনজীবী মাইদুল হক নান্নু, আসামি মো. রাতুল আহমেদ বাবুর পক্ষে আইনজীবী মো. মশিউর রহমান ও পলাতক আসামি মোহিবুল মোত্তাকিনের পক্ষে আইনজীবী হালিমা আক্তার যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রত্যেক আসামিই নির্দোষ বলে দাবি করেন তাদের আইনজীবীরা। তবে এদিন মামলার গুরুত্বপূর্ণ আসামি তারেক রহমানসহ অপর ৬ পলাতক আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রাষ্ট্র নিয়োজিত আইনজীবীরা আদালতে অনুপস্থিত ছিলেন। এজন্য আদালত তারেক রহমানসহ পলাতক অপর ৬ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করেন। এর আগে এদিন দুপুর ১২টা ৫০মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। শুরুতেই পলাতক আসামি জাহাঙ্গীর আলম বদরের পক্ষে যুক্তিতর্ক উপস্থান করা হয়। এরপর পলাতক অপর দুই আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার আদালতকে জানান, পলাতক আসামি তারেক রহমানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল কালাম আক্তার হোসেন অসুস্থতার জন্য আদালতে আসাতে পারেননি। এরপর পলাতক অপর আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক শুরু করতে বলেন বিচারক। কিন্তু তাকে কেউ অগ্রসর না হলে বিচারক বলেন, আর কতক্ষণ বসে থাকবেন, দ্রুত শুরু করুন। এরপর বিচারক আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আসামিপক্ষের কোনো আইনজীবীর যদি প্রস্তুতি থাকে তাহলে আপনারা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করুন। তখন আইনজীবীরা জানান, তাদের প্রস্তুতি নেই। পরে বিচারক বলেন, এমন অবস্থার সৃষ্টি হবে বলে আমি আগেই ইঙ্গিত দিয়েছিলাম। সেজন্য সবাইকে (আসামিপক্ষের আইনজীবীদের) যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুতও থাকতে বলেছিলাম। রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, আসামিপক্ষের একাধিক আইনজীবী এখানে (আদালতে) উপস্থিত আছেন। তারা যদি যুক্তিতর্ক উপস্থান শুরু করেন তাহলে আদালতের সময় অপচয় হবে না। তিনি আরো বলেন, এ মামলায় স্ট্রেট ডিফেন্সরাও বিচারিক কার্যক্রম দীর্ঘ বিলম্ব করতে আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে ঐক্যমত হয়েছেন কি না-সে ব্যাপারে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করে বিচারক বলেন, কাকে আর কি বলব? আমার স্কুলজীবনের কথা মনে পড়ে গেল। স্যারের মুখের দিকে তাকালেই যদি পড়া ধরেন-এখানেও সেই একই অবস্থা। আগামীতে রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবীরা পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থান শেষ করবেন। এরপর দুপুর দেড়টার দিকে বিচারক আদালতের কার্যক্রম মুলতবি করেন। প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৮/মামুন খান/সাইফ