আইন ও অপরাধ

রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। মামুন জানান, অভিযানকালে মিরপুরের গুদারাঘাট এলাকার প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করা হয়। এছাড়া মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায় ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আরো প্রায় ১০হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করা হয়। মিরপুর-১ এর ভবঘুরে আশ্রয়কেন্দ্রের সন্নিকটেও কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৮/সাওন/সাইফ