আইন ও অপরাধ

সোহেলকে গ্রেপ্তারে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে শাহবাগ থানার দুই মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়। তদন্ত শেষে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে হাবিব-উন-নবী খান সোহেলসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আজ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু হাবিব-উন-নবী খান সোহেল আদালতে হাজির হননি। এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৮/মামুন খান/রফিক