আইন ও অপরাধ

ইউনাইটেড হাসপাতালের এমডির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : হোল্ডিং-করবাবদ সাড়ে ২১ কোটি টাকা আত্মসাতের দায়ে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রহমান খানসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অপর আসামি হলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন কমিশনার মিসেস রহিমা বেগম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান থানায় দুদকের উপপরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, অনুসন্ধান টিম অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র অনুসারে ২০০৬ সালের ২৪ আগস্টে গুলশান-২  আবাসিক এলাকায় (প্লট নং-১৫, রোড নং-৭১)  ৮ তলা ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হয়। কিন্তু ভবনটিতে কন্টিনেন্টাল হাসপাতাল নামে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২০০৭ সালে মালিকানা ও নাম পরিবর্তন হয়ে ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের কার্যক্রম শুরু হয়। দুদকের অনুসন্ধানে দেখা যায়,  ডিসিসির প্রাক্তন কমিশনার রহিমা বেগম ও ইউনাইটেড হাসপাতালের এমডি ফরিদুর রহমান খান পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার এবং অন্যায়ভাবে হাসপাতালের কার্যক্রম শুরু থেকে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত হোল্ডিং ট্যাক্স তথা সরকারি রাজস্ব বাবদ মোট ২১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৯৯৩ টাকা পরিশোধ না করে নিজেরা অন্যায়ভাবে লাভবান হয়েছেন।  যা দুদক আইনের দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দণ্ডনীয় অপরাধ। ২০১২ সালের শেষের দিকে অনুসন্ধান শুরু করেছিল দুদক। তদন্তকালে বর্ণিত ঘটনার সাথে অন্য কারো সংশ্লিষ্টতা ও অন্য কোনো তথ্য পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

   

রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৮/এম এ রহমান/সাইফ