আইন ও অপরাধ

সোহরাওয়ার্দীতে নেওয়া হচ্ছে তিন জঙ্গির মরদেহ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নাখালপাড়ায় জঙ্গি আস্তানা রুবি ভিলায় নিহত তিন জেএমবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার পর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ার ১৩/১ ঠিকানার বাড়ি থেকে তিন জঙ্গির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর র‌্যাবের প্রহরায় একটি গাড়িতে করে ওই মরদেহগুলি সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম নাখালপাড়ার পুরাতন এমপি হোস্টেলসংলগ্ন ১৩/১ নম্বর হোল্ডিংয়ের রুবি ভিলা ঘিরে রাখে চালায় র‌্যাব। বাসায় তল্লাশির একপর্যায়ে ভেতরে থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুড়ে জঙ্গিরা। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৮/নূর/সাইফ