আইন ও অপরাধ

জাপানির কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে জাপানের এক নাগরিকের কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ১১টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস। শুক্রবার মধ্যরাতে জাপান যাত্রীর শরীর থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন। কাস্টমস হাউজ সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ১টায় রিজেন্টের আরএক্স - ৭৮৫ বিমানে সিঙ্গাপুর থেকে আগত এক জাপানির কাছ থেকে এক কেজি ওজনের ১১টি সোনার বার জব্দ করা হয়। কাস্টমসের প্রিভেন্টিভ দল গ্রিন চ্যানেলে আসার পর তাকে শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই  বিদেশি যাত্রী সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে এবং শরীর তল্লাশী করে ১১টি  সোনার বার জব্দ করা হয়। প্রতিটি সোনার বারের ওজন এক কেজি। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। রাইজিবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/এম এ রহমান/ইভা