আইন ও অপরাধ

পুলিশ সেবা দিতে বাধ্য : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : জনমানুষের সেবা দিতে পুলিশ বাধ্য। সেক্ষেত্রে থানায় গিয়ে সেবা না পেলে পুলিশের উচ্চপর্যায়ে জানাতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সোমবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান তিনি এ কথা বলেন। আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ শেষে কমিশনার বলেন, থানা হচ্ছে বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল। থানায় গিয়ে যদি কেউ সেবা না পান সেক্ষেত্রে পুলিশের উচ্চপর্যায়ে জানাতে হবে। কেননা আইনের ঊর্ধ্বে কেউ নয়। একই সঙ্গে অসহায় মানুষের পক্ষে কাজ করতে হবে বলে তিনি অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশ দেন। একই অনুষ্ঠানে অপর এক প্রসঙ্গে আছাদুজ্জামান বলেন, ‘জঙ্গি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। মাদকসেবী ও বিক্রেতাদের তথ্য পুলিশকে দিতে হবে। যদি কোনো পুলিশ সদস্যও মাদকের সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/মাকসুদ/মুশফিক