আইন ও অপরাধ

উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদে হত্যা : দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারীতে বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় নাজমুল হক (৬৫) নামে বৃদ্ধকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জাহিদ ও সাজ্জাদ হোসেনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর  দুই আসামি রাইয়ান ইয়াসমিন ও আলতাফকে (৭০) কারাগারে পাঠানো হয়েছে। শুনানি শেষে শনিবার ঢাকা মহানগর হাকিম ফাহদ বিন আমীন চৌধুরী রিমান্ডের আদেশ দেন। আদালতে ওয়ারী থানার ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশরাফ এ তথ্য জানান। তিনি বলেন, আসামি রাইয়ান ইয়াসমিন নারী ও আলতাফ বৃদ্ধ হওয়ায় আদালত তাদের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠায়। এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার পুলিশের উপ-পরিদর্শক হারুন উর রশিদ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। প্রসঙ্গত, রাজধানীর ওয়ারীতে বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের ৪৪ নম্বর বাড়ির সামনে শুক্রবার সকালে পিটিয়ে হত্যা করা হয় নাজমুল হক (৬৫) নামের এক বৃদ্ধকে। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৮/মামুন খান/মুশফিক