আইন ও অপরাধ

শিক্ষামন্ত্রীর পিওসহ ৩ জনতে আদালতে নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : ‘নিখোঁজ’ থাকা লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনকে আলাদা দুটি ঘটনায় আদালতে নেওয়া হবে। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে সে ব্যাপারে নিশ্চিত করেনি পুলিশ। সোমাবর দুপুরে ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ রাইজিংবিডিকে বলেন, ‘আমি যতটুকু জানি তাদের তিন জনকে আদালতে নেওয়া হবে। এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলাপ-আলোচনা করছেন। পরে নিশ্চিত করে জানানো হবে।’ এর আগে রোববার রাতে মিডিয়া শাখার প্রধান মো. মাসুদুর রহমার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘রাজধানীর গুলশান ও বসিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।’ পড়ুন : রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/মাকসুদ/সাইফ