আইন ও অপরাধ

ছিনতাইকারীর কবলে পড়ে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে নারী ও পুরুষ নিহত হয়েছেন। পরে দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। শুক্রবার ভোরে ধানমণ্ডি ও সায়েদাবাদ এলাকায় পৃথক ঘটনা দুটি ঘটে। শুক্রবার বিকেলে ধানমণ্ডি থানা পুলিশ জানায়, হেলেনা বেগম (৩৫) ভোরে ধানমণ্ডির ৬ নম্বর রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারে থাকা কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে ছিনিয়ে নেওয়ার সময় তিনি প্রাইভেটকারের সামনে পড়ে যান। ছিনতাইকারীরা তাকে প্রাইভেটকারের নিচে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন হেলেনাকে উদ্ধার করে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হেলেনা কলাবাগানের গ্রিন কর্নার এলাকার বাসিন্দা। অপরদিকে সায়েদাবাদ রেলগেটের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন মো. ইব্রাহিম (৩৩)। আহতাবস্থায় তাকে পুরান ঢাকার সালাউদ্দিন হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬টার দিকে তিনি মারা যান। ইব্রাহিম খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার মৃত বজলুর রহমানের ছেলে। রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৮/মাকসুদ/মুশফিক