আইন ও অপরাধ

মির্জা ফখরুলসহ ৫৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা  চার্জশিটটি গ্রহণ করেন। চার্জশিট গ্রহণ করা অপর আসামিরা হলেন- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, খায়রুল কবীর খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, মীর সরাফত আলী সপু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, রাজীব আহসান, ডা. জেড এম জাহিদ হোসেন, সফিউল বারী বাবু প্রমুখ। এদিকে শিমুল বিশ্বাস, সুলতান সালাউদ্দিন টুকু, ডা. জেড এম জাহিদ হোসেন, সফিউল বারী বাবুসহ ২৪ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সংশ্লিষ্ট আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজধানীর পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পেট্রোল বোমা বিস্ফোরকের ঘটনায় পল্টন থানার এএসআই মোস্তাক আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ডিবি পুলিশের এসআই দেওয়ান উজ্জল হোসেন মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন। রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/মামুন খান/ইভা