আইন ও অপরাধ

অ্যাপোলো হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও অনুমোদনহীন ওষুধ ব্যবহারের দায়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার বসুন্ধরায় অ্যাপোলে হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন ও র‌্যাব-১ যৌথভাবে এ আদালত চালায়। আদালতে পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।  তিনি জানান, অ্যাপোলো হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া গেছে। এ ছাড়া কিছু বিদেশি ওষুধ ছিল যার কোনো অনুমোদন নাই। এজন্য হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/নূর/সাইফুল