আইন ও অপরাধ

পুরাতন মামলা অগ্রাধিকারে নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের সব নিম্ন আদালত ও ট্রাইব্যুনালকে পাঁচ বছরের অধিক পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব বিচারিক আদালতে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, দেশের সব বিচারিক আদালতে বর্তমানে ২৮ লাখেরও বেশি মামলা বিচারাধীন। এ অবস্থায় মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিসহ অগ্রাধিকার ভিত্তিতে পাঁচ বছরের অধিক পুরাতন মামলা নিষ্পত্তি করে মামলা জট নিরসন করা জরুরি। তাই দেশের সব নিম্ন আদালত ও ট্রাইব্যুনালকে পাঁচ বছরের অধিক পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। এক্ষেত্রে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এ ধরনের পুরাতন মামলার তালিকা সুপ্রিম কোর্টে পাঠাতে হবে। সার্কুলারে আরো বলা হয়, এ সার্কুলার ইতিপূর্বে জারিকৃত সার্কুলারসমূহের পরিপূরক হিসেবে গণ্য হবে। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/মেহেদী/সাইফুল