আইন ও অপরাধ

‘সংকট মোকাবিলা করছে সোয়াট-সিটিটিসি’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘জীবন বাজি রেখে দেশের সংকট মোকাবিলা করছে সোয়াট ও সিটিটিসি ইউনিটের সদস্যরা।’ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারের এক কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি শক্তি ও সাহস নিয়ে পুলিশকে সামনের দিকে এগিয়ে যেতে বলেছেন। কমিশনার বলেন, ‘সোয়াট শুধু পুলিশের নয়, জাতির বীর। আর অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দিনরাত জঙ্গিদের বিরুদ্ধে কাজ করছে কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। সোয়াট ও সিটিটিসি ইউনিটের সদস্যরা জঙ্গিবাদ দমন ছাড়াও জাতীয় বিভিন্ন সংকটে একসঙ্গে কাজ করে যাচ্ছে। একইসঙ্গে সাংবিধানিক ও আইনি দায়িত্ব কঠোরভাবে পালন করতে হবে।’ এর আগে তিনি ৩৪ দিনের প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. শাহাব উদ্দিন কোরেশী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মাকসুদ/সাইফুল