আইন ও অপরাধ

মিথ‌্যা ঘোষণা : শুল্ক গোয়েন্দার ৭০ লাখ টাকা আদায়

নিজস্ব প্রতিবেদক : মিথ‌্যা ঘোষণায় পণ‌্য আমদানি করে খালাসকালে ৭০ লাখ টাকার অতিরিক্ত শুল্ক কর আদায় করেছে শুল্ক গোয়েন্দা। রোববার চট্টগ্রামের বন্দরে কাস্টম হাউসে শুল্ক গোয়েন্দার অভিযানে চীন হতে আগত এমভি ডাহলিয়া জাহাজে আমদানিকৃত প‌ণ্য থেকে ওই অতিরিক্ত শুল্ক আদায় করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ‌্য জনিয়েছেন। শুল্ক গোয়েন্দা জানায়, মেসার্স মীম এন্টারপ্রাইজ নামের ঢাকার একটি প্রতিষ্ঠান ২০১৭ সালের ৫ ডিসেম্বর শারপেনিং স্টোন ঘোষণায় আমদানিকৃত চালানটির খালাস করার চেষ্টা করে। গোপন সংবাদ থাকায় সিঅ্যান্ডএফ এজেন্ট স্টান্ডার্ড এক্সিম ট্রেডিং লিমিটেডের উপস্থিতিতে শুল্ক গোয়েন্দা আজ কায়িক পরীক্ষা করে। পরীক্ষায় ঘোষণাবহির্ভূত ২৩ হাজার ৯০৬ কেজি প্যাডলক ও ৯ হাজার ১৬৫ কেজি ড্রয়ার লক পাওয়া যায়। ঘোষণাতিরিক্ত পণ্যের শুল্ক করাদির পরিমাণ ৪৩ লাখ ৫৬ হাজার ৭১৮ টাকা। পণ্য চালানটি মিথ্যা ঘোষণায় আমদানিকৃত হওয়ায় শুল্ক গোয়েন্দার পরামর্শক্রমে চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানিকারক থেকে অতিরিক্ত শুল্ককরাদি আদায়সহ আরো ২৬ লাখ টাকা ব্যক্তিগত জরিমানা আরোপ করে। জরিমানাসহ মোট ৬৯ লাখ ৫৬ হাজার ৭১৮ টাকা আমদানিকারক সরকারি কোষাগারে জমা প্রদান করেন। রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৮/এম এ রহমান/সাইফুল