আইন ও অপরাধ

‘খালেদার জামিনে প্রমাণ- সরকার আদালতে হস্তক্ষেপ করে না’

সচিবালয় প্রতিবেদক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়ার জামিনের মাধ্যমে প্রমাণ হলো সরকার আদালতের ওপর হস্তক্ষেপ করে না।’ হাইকোর্টে খালেদার জিয়ার জামিন আদেশের পর সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সরকার বিচার কাজে হস্তক্ষেপ করে না, খালেদা জিয়ার চার মাসের জামিনের মধ্য দিয়ে তা আবারো প্রমাণিত হলো।’ আনিসুল হক বলেন, ‘বিএনপি নেতারা সারা দেশে বলে বেড়াচ্ছিলেন- আমরা নাকি আদালতে ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করছি বলে বেইলটা (জামিন) হচ্ছে না। আজকে প্রমাণিত হলো, বিচার বিভাগ যে স্বাধীন এবং বিচার কাজে সরকার হস্তক্ষেপ করে না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাইকোর্ট কি রিটেন অর্ডার দিয়েছেন, আমি এটি শুনিনি। যদি রিটেন অর্ডার দিয়ে থাকেন, সেক্ষেত্রে সার্টিফাইড কপি যদি ওনারা বলে থাকেন অ্যাডভান্স অর্ডারের সার্টিফাইড কপি চলে যাওয়ার, তাহলে অ্যাডভান্স অর্ডারের সার্টিফাইড কপি যাবে। আর যদি হাইকোর্ট বলে থাকেন আমরা সার্টিফাইড কপি দিলে পরে রিলিজ হবে, তবে সেই আদেশ যতক্ষণ পর্যন্ত না জেলখানায় পৌঁছে ততক্ষণ পর্যন্ত তাকে (খালেদা) রিলিজ করা হবে না।’ মন্ত্রী বলেন, ‘আগে সবসময় থাকতো রাষ্ট্র বনাম আসামি। ২০০৪ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল, দুর্নীতি দমন আইন পাস করা হয়েছিল। ২০০৭ পর্যন্ত যেটির কোনো কার্যক্রম হয়নি। সেই দুর্নীতি দমন আইনে বলা আছে, দুর্নীতি দমন কমিশন হবে পক্ষ, রাষ্ট্র উইল বি দ্য সেকেন্ড পার্ট। তাহলে এখন দাঁড়ায় দুর্নীতি দমন কমিশন বনাম আসামি খালেদা জিয়া। এখন দুর্নীতি দমন কমিশন এরপর কর্মপন্থা বা কী করবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন। এটা সরকারের ব্যাপার নয়।’ রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/নঈমুদ্দীন/আসাদ/সাইফুল