আইন ও অপরাধ

রাজধানীতে হিজবুত তাহরীরের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে মাইনুল হাসান ভূইয়া ওরফে ছাকিব (২৮) নামে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার দুপুর দেড়টায় তাকে আটক করে র‌্যাব-২। মাইনুলের বাবার নাম আব্দুল মতিন ভূইয়া। তারা ঝিগাতলার হাজী আফসার উদ্দীন রোডের ৪১/৯/বি নম্বর বাড়িতে থাকতেন। র‌্যাবের দাবি, মাইনুল দীর্ঘ দিন ধরে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফিরোজ কাউসার জানান, মাইনুল দেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের বাংলাদেশের সমর্থন, সদস্যপদ গ্রহণ করে এবং অন্যকেও ওই সংগঠনে যোগদানের জন্য আহ্বান করে। এ ছাড়াও তাকে জিজ্ঞাসাবাদে আরো অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/নূর/সাইফুল