আইন ও অপরাধ

গণপূর্তের কর্মচারীর আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ!

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারীর প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সেলিম মোল্যার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে বৃহস্পতিবার রমনা মডেল থানায় মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক মো. ফরিদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সেলিম মোল্যা তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে গোপনকৃত ২ কোটি ১১ লাখ ৯০ হাজার ৯৮৫ টাকার সম্পদসহ ২ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৮৬৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা তিনি নিজ ভোগ দখলে রেখেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এজন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজু হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৮/এম এ রহমান/সাইফুল