আইন ও অপরাধ

জামিন পেলেন ২৫ হাজার পিস ইয়াবা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলার আসামি দুলাল চন্দ্র শীল জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে ওই আসামির ১০ হাজার টাকা মুচলেকায় জামির মঞ্জুর করেন। যার যাত্রাবাড়ী থানার মামলা নং ৫১(১০)২০১৭ এবং ফৌজদারি বিবিধ মামলা নং- ১৩৮৮/২০১৮। মামলার এজাহারে দেখা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খিলগাঁও সার্কেলের ভারপ্রাপ্ত পরিচালক মো. সুমনুর রহমানের নেতৃত্বে একটি দল ২০১৭ সালের ১২ অক্টোবর মেয়র হানিফ ফ্লাইওভার যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় ফ্লাইওভার দিয়ে শনির আখড়াগামী একটি ইয়ামাহা মোটরসাইকেল চালকসহ থামায় দলটি। ওই সময় মোটরসাইকেল চালক আসামি মো. মহিউদ্দিনের পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, ওই ৫ হাজার পিস ইয়াবার মালিক চট্টগ্রামের সাতকানিয়ার জনৈক আসামি নাসির উদ্দিন। নাসির উদ্দিন ১৬৭, নবাবপুর রোডস্থ এমএম মার্কেটের তৃতীয় তলায় একটি গোডাউনে বিপুল সংখ্যক ইয়াবা মজুদ রাখেন এবং তার (মহিউদ্দিন) মাধ্যমে বিভিন্ন স্থানে পৌঁছে দেন। এরপর ওই দলটি আসামি মো. মহিউদ্দিনকে নিয়ে ১৬৭, নবাবপুর রোডস্থ এমএম মার্কেটের তৃতীয় তলার ১২নং গোডাউনে যায়। সেখানে গিয়ে ওই গোডাউনের দারোয়ান আসামি দুলাল চন্দ্র শীলকে আটক করে। যার নিকট ওই গোডাউনের চাবি ছিল। এরপর তারা সাক্ষীদের উপস্থিতিতে গোডাউনটি খুলে তার মধ্যে একটি কার্টনে আরো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। ওই ঘটনায় পরদিন মহিউদ্দিন, দুলাল চন্দ্র শীল ও নাসির উদ্দিনকে আসামি করে মামলা করেন খিলগাঁও সার্কেলের ভারপ্রাপ্ত পরিচালক মো. সুমনুর রহমান। মামলার আসামি নাসির উদ্দিন এখনো পলাতক আছেন এবং আসামি দুলাল চন্দ্র শীলের জামিন বৃহস্পতিবার মঞ্জুর করলেন আদালত। রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৮/মামুন খান/সাইফুল