আইন ও অপরাধ

শিমুল বিশ্বাসের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : নাশকতার অভিযোগে দায়ের করা তিন মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার রাজধানীর লালবাগ থানায় করা নাশকতার একটি মামলায় মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এবং মতিঝিল ও বাড্ডা থানার মামলায় কায়সারুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করেন। শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০১৫ সালে নাশকতার অভিযোগে তিনটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানার পুলিশ। এসব মামলায় শিমুল বিশ্বাসকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আদালত তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে হাজির করলে আমরা জামিনের আবেদন করি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। শিমুল বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯৮টি মামলা রয়েছে। প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে কয়েকটি মামলায় রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে তিনি কারাগারে আছেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/মামুন খান/রফিক