আইন ও অপরাধ

জাসদের এমপি তানসেনের সভাপতির পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার নন্দীগ্রামের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের একই উপজেলার মাঝগ্রাম এম এ ফাজিল মাদ্রাসার সভাপতির পদ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার সভাপতি পদে থাকা কেন অবৈধ ও বাতিল করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো.  হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আগামী চার সপ্তাহের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক সচিব, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। পরে আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ন কবির বলেন, আইন অনুযায়ী ফাজিল মাদ্রাসার সভাপতি হওয়ার কথা সংশ্লিষ্ট জেলার ডিসি, এডিসি বা কোনো শিক্ষাবিদের। এছাড়া সংসদ সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না মর্মে সর্বোচ্চ আদালতের রায় রয়েছে। এ কারণে মাঝগ্রাম এম এ ফাজিল মাদ্রাসার সভাপতির পদে সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আজ সকালে হাইকোর্টে রিট দায়ের করা হয়। মাঝগ্রাম এম এ ফাজিল মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক মো. আতিকুজ্জামান এ রিট আবেদনটি দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত সংসদ সদস্য এ কে এম রেজাউল করিমে সভাপতির পদ স্থগিতের পাশাপাশি রুল জারি করেছেন। রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৮/মেহেদী/সাইফ