আইন ও অপরাধ

অর্থ পাচার মামলায় ৫ হুন্ডি ব্যবসায়ী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা অর্থ পাচার মামলায় পাঁচ হুন্ডি ব্যবসায়ীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত এ আদেশ দেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুল্ক গোয়েন্দা মামলাটি তদন্ত করছে। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জহিরুল ইসলাম, তরুণ দত্ত, মাসুম, আব্দুর রহমান ও আনোয়ার হোসেন। মামলার প্রধান আসামি ব্যবসায়ী তাজিম আনোয়ার পলাতক রয়েছেন। ইতোমধ্যেই হুন্ডি ব্যবসার মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে তাজিম আনোয়ারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিপ্তর। অধিদপ্তর থেকে বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি বরাবর ছাড়াও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর চিঠি পাঠানো হয়েছে। আদালত সূত্র জানায়, অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের ২৯ মার্চ রাজধানীর মতিঝিল থানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম মানিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তাজিম আনোয়ারসহ ছয়জনকে আসামি করা হয়। শুল্ক গোয়েন্দা জানায়, অবৈধভাবে হুন্ডির মাধ্যমে দেশি-বিদেশি মুদ্রা বিদেশে পাচারের অভিযোগে চলতি বছরের ২৮ মার্চ শুল্ক গোয়েন্দারা তাজিম আনোয়ারের মতিঝিলে প্রতিষ্ঠানে তল্লাশি করেন। এ সময় ব্যাগভর্তি ৯ লাখ ৭৫ হাজার টাকা পাওয়া যায়। এই টাকার উৎস সম্পর্কে ওই প্রতিষ্ঠানের কর্মচারী ফরিদ ও তার বন্ধু তরুণ দত্ত জানান, এই টাকা ভারতে হুন্ডির মাধ্যমে পাঠানোর জন্য রাখা হয়েছে এবং দীর্ঘদিন ধরে এভাবেই টাকা পাচার করা হচ্ছে। এরপর আসামি তাজিম আনোয়ারের সেগুনবাগিচায় ফ্ল্যাটে শুল্ক গোয়েন্দারা তল্লাশি চালিয়ে বাসার বাথরুম থেকে একটি কালো ব্যাগে ৫৮ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেন। ফ্ল্যাটে তল্লাশিকাল তাজিম আনোয়ারের স্ত্রী আয়েশা সিদ্দিক ওই টাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তার স্বামী ওই টাকা হুন্ডি ব্যবসার জন্য বাসায় এনে রেখেছেন বলে জানান তিনি। রাইজিংবিডি/ঢাকা/২ এপ্রিল ২০১৮/মামুন খান/মুশফিক