আইন ও অপরাধ

‘রাজনৈতিকভাবে হেয় করতেই অভিযোগ’

নিজস্ব প্রতিবেদক : শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক বলেছেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই অভিযোগ করা হয়েছে। অভিযোগগুলো বানোয়াট, মিথ্যা, কল্পনাপ্রসূত। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও নিয়োগবাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কে এম মেসবাহ উদ্দিন। তাকে সকাল সোয়া ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। অবৈধ সম্পদ অর্জনের কথা অস্বীকার করে আতিউর রহমান আতিক বলেন, ‘আমি প্রমাণ করতে চাই- স্বচ্ছতা, সততা, ন্যায়নিষ্ঠতার সঙ্গে রাজনীতি করি, বাংলাদেশে একটা মাত্র ব্যক্তি। সেটা অতীতেও প্রমাণ দিয়েছি, ভবিষ্যতেও প্রমাণ দেব, ইনশাল্লাহ। তিনি আরো বলেন, ‘আমি সত্য-ন্যায়নিষ্ঠ জায়গায় অবস্থান করছি। যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, অভিযোগগুলো বানোয়াট, মিথ্য, কল্পনাপ্রসূত। হুইপ বলেন, অভিযোগের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করছে। এই সমস্ত অভিযোগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি একজন মুক্তিযোদ্ধা, কলেজের প্রিন্সিপাল ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম, গ্রামের থেকে আজকে এই পর্যন্ত উঠে আসছি। মূলত আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই অভিযোগগুলো করা হয়েছে। বাড়ি-গাড়ি করার টাকা কোথায় পেলেন, জানতে চাইলে তিনি বলেন, এগুলো সোনালী ব্যাংক থেকে লোন নিয়ে করেছি। অবৈধ কোনো সম্পদ নয়। এ বিষয়ে জানতে চাইলে দুদক সচিব ড. শামসুল আরেফিন রাইজিংবিডিকে বলেন, হুইপ আতিকের বিরুদ্ধে এই অভিযোগটি বেশ পুরাতন। তিন বছর আগের অভিযোগ এখন অনুসন্ধান করছি। কারণ, অভিযোগ অনুসন্ধানের বিষয়ে হাইকোর্টের রিট ছিল। ওই রিট মীমাংসা হওয়ার পর আদালতের নির্দেশনায় দুদক অভিযোগ অনুসন্ধান শুরু করেছে। দুদক কাউকে হয়রানি করার উদ্দেশ্যে তলব করে না। অভিযোগের বিষয় ও গুরুত্ব বিবেচনা করে অনুসন্ধান করা হয়। অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, আতিউর রহমান আতিকের বিরুদ্ধে তিনআনি বাজারে বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামে ৩০ একর জমিতে বাগানবাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লট, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাটসহ নামে-বেনামে শত কোটি টাকার সম্পদ অর্জন, নিয়োগবাণিজ্য, টিআর-কাবিখা ও স্কুল-কলেজের এমপিওভূক্তি থেকে মোটা অংকের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৮/এম এ রহমান/রফিক