আইন ও অপরাধ

এনএসআইয়ের প্রাক্তন ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মো. ওয়াহিদুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আমির হোসেনের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। পরে তিনি সাংবাদিকদের ট্রাইব্যুনালের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। আসামি ওয়াহিদুল হক স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান আর্মি অফিসার ছিলেন। তিনি দায়িত্ব পালনরত অবস্থায় রংপুরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ৬ শতাধিক মানুষ হত্যার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৮/মেহেদী/এসএন