আইন ও অপরাধ

ছেড়ে দেওয়া হয়েছে ফাহিম মাসরুরকে

নিজস্ব প্রতিবেদক : জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রাক্তন সভাপতি ফাহিম মাসরুরকে। মামলার বিষয়ে তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার পর ছেড়ে দেওয়া হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন। ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান এ কর্মকর্তা আরো বলেন, ‘তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে বিডিজবসের প্রধান কর্মকর্তাকে। যেহেতু তার বিরুদ্ধে মামলা রয়েছে, তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।’ গোয়েন্দা পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় ফাহিমকে। তার ফেসবুক ঘেঁটে যেসব তথ্য পাওয়া গেছে সে বিষয়ে জানতে চাওয়া হয়। তবে এখনও কোনো অভিযোগ নির্দিষ্ট করতে পারেনি পুলিশ। এর আগে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ই্উনিটের এডিসি মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানান, বুধবার সকালে কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২২ এপ্রিল কাফরুল থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়। * রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/মাকসুদ/সাইফ