আইন ও অপরাধ

ফার্মার্স ব্যাংকে সন্দেহজনক লেনদেন : দুই ব্যবসায়ীকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক : ফার্মার্স ব্যাংকের গুলশান শাখায় সন্দেহজনকভাবে চার কোটি টাকা লেনদেনের তথ্যের সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছে। তলবকৃত দুই ব্যক্তি হলেন মো. শাহজাহান খান ও নিরঞ্জন চন্দ্র সাহা। বুধবার দুদক পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেনের সই করা চিঠিতে তাদেরকে আগামি ৬ মে  দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই চিঠি পৃথকভাবে তাদের উত্তরার বাসভবনের ঠিকানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, ‘২০১৬ সালের নভেম্বর মাসে ফার্মার্স ব্যাংকের গুলশান শাখা থেকে দুই কোটি টাকা করে পৃথক দুই পে-অর্ডারের মাধ্যমে গুরুত্বপূর্ণেএক ব্যক্তির হিসাবে স্থানান্তর করা হয়েছে।’ গুরুত্বপূর্ণ ব্যক্তির বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে বলেছেন, অনুসন্ধানে তার বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তারপর বিস্তারিত বলা যাবে। রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/এম এ রহমান/শাহনেওয়াজ