আইন ও অপরাধ

ভুয়া প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর ওয়ারী থেকে আলী হায়দার নামে একজনকে  আটক করেছে র‌্যাব। র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের একটি বাড়ি থেকে হায়দারকে আটক করা হয়। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসির প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখাত হায়দার। সে নিজেই পেজটি চালাত। ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। হায়দার একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/মাকসুদ/ইভা