আইন ও অপরাধ

৮৪ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : দেশের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয় গত এপ্রিল মাসে ৮৪ কোটি দুই লাখ ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা মাদকের মধ্যে নয় লাখ ৯৯ হাজার ৭৩২ পিস ইয়াবা, সাত হাজার ১২ বোতল বিদেশি মদ, ৫৯ লিটার বাংলা মদ, ১৩ হাজার ৩৪৬ ক্যান বিয়ার, ৩৯ হাজার ৯৮২ বোতল ফেন্সিডিল, এক হাজার ৯৪৫ কেজি গাঁজা, এক কেজি ৩৩৪ গ্রাম হেরোইন, ১৭ হাজার ৯৯০টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট, ১৩ হাজার ৭৮০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২৫ লাখ ৭২ হাজার ৫৯৩টি অন্যান্য ট্যাবলেট রয়েছে। জব্দকৃত অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে ৩৯ কেজি ১৩৯ গ্রাম স্বর্ণ, ১০ হাজার ৩৩৬টি শাড়ি, তিন হাজার ৮৫৩টি থ্রীপিস ও শার্টপিস, ছয় হাজার ৬৭৪ মিটার থান কাপড়, এক হাজার ৫৫৫টি তৈরি পোশাক, এক হাজার ৩৭ টি গাড়ির যন্ত্রাংশ, দুইটি পিকাআপ, একটি ট্রাক, ১৫টি সিএনজি চালিত অটোরিকশা, ৪৭টি মোটরসাইকেল, ১৮ হাজার ৯৫৫ ঘনফুট কাঠ এবং ৭ হাজার ৫৯৪ কিলোগ্রাম চা পাতা রয়েছে। উদ্ধার অস্ত্রের মধ্যে ছয়টি পিস্তল, ১১টি বন্দুক, ২৭ রাউন্ড গুলি এবং ছয়টি ম্যাগাজিন রয়েছে। মুহম্মদ মোহসিন জানান, বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১২০ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আরো ১২০ জন বাংলাদেশিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৫ জন ভারতীয় নাগরিককে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি হতে এপ্রিল মাস পর্যন্ত বিজিবি ৩৯২ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে। রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৮/নূর/ইভা