আইন ও অপরাধ

কোটা সংস্কার : চার আসামি আরেক মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর শাহবাগে পুলিশের কর্তব্যকাজে বাঁধা দেওয়ার অভিযোগের মামলায় চার আসামিকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী গত রোববার আসামিদের এ মামলায় দেখানোর আবেদন করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির তারিখ ১০ মে ধার্য করেন। আসামিরা হলেন-রাকিবুল হাসান ওরফে রাকিব, আলী হোসেন শেখ ওরফে আলী, মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বির ওরফে সিয়াম। পলাতক আসামিদের অবস্থান, পরিচয়, আলামত উদ্ধার, মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা, মদদ দাতাদের গ্রেপ্তারের লক্ষ্যে ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এদিকে এর আগে এই চার আসামিকে গত ২৯ এপ্রিল দুপুরে ঢাবি সংলগ্ন চানখারপুল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুরের মামলায় ওইদিনই মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বি ওরফে সিয়ামের দুইদিন, আলী হোসেনের তিন দিন এবং রাকিবুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় রিমান্ড শেষে চার আসামি কারাগারে রয়েছেন। এরপর আসামিদের এ মামলায় রিমান্ড চেয়েছে পুলিশ। প্রসঙ্গত, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে টায়ার ও আসবাবপত্র জ্বালানোসহ নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেয়। ওই ঘটনায় শাহবাগ থানার এসআই ভজন বিশ্বাস ১০ এপ্রিল মামলাটি দায়ের করে। ওই ঘটনায় আরো দুটি মামলা করে পুলিশ। আর ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে কোনো মামলার এজাহারেই আসামির নাম উল্লেখ নেই। রাইজিংবিডি/ঢাকা/৮ মে ২০১৮/মামুন খান/সাইফ