আইন ও অপরাধ

‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত : আসকের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনায় নিন্দাও প্রকাশ করেছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ছয় দিনে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ জন এবং এ বছরের শুরু থেকে ২১ মে পর্যন্ত ১০২ জন নিহত হয়েছে। সরকার মাদকের বিরুদ্ধে ‘শূন্য-সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে, যার অংশ হিসেবে মে মাসের শুরু থেকে র‌্যাব ও পুলিশের যৌথবাহিনী সারাদেশে ব্যাপক মাদকবিরোধী অভিযান চালাচ্ছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৬ দিনে র‌্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ১৮ জন, যাদের অধিকাংশ মাদক ব্যবসায়ী বা মাদক গ্রহণ করে বলে জানানো হয়। আসক কর্তৃক সংগৃহীত পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ২১ মে পর্যন্ত ১০২ জন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যার তীব্র নিন্দাও প্রকাশ করা হয়। একই সঙ্গে সরকারের গৃহীত পদক্ষেপগুলো যাতে কোনোভাবে বিদ্যমান আইন ও মানবাধিকারের নীতিমালার ব্যত্যয় না ঘটায়, সে ব্যাপারেও সতর্ক থাকতে বলেছে সংস্থাটি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/মাকসুদ/মুশফিক