আইন ও অপরাধ

জালিয়াতি : শিশু ধর্ষণ মামলার আসামির জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক : শিশু ধর্ষণ মামলার আসামির জামিন আবেদনে জালিয়াতি ধরার পর হাইকোর্ট তার জামিন বাতিল করেছেন। একই সঙ্গে মামলার তদবিরকারককে তলব করেছেন আদালত। বুধবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল। পরে জাহিদ সরওয়ার কাজল বলেন, গাজীপুর সদরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকার নয়নপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মো. রবিউল ইসলামকে আবেদনে তদবিরকারক হিসেবে দেখানো হয়েছে। আবেদনকারী আইনজীবী হিসেবে দেখানো হয়েছে মো. জামাল উদ্দিনকে। কিন্তু জামাল উদ্দিনের যে আইডি দেখানো হয়েছে সেই আইডিতে আসল আইনজীবী হচ্ছেন মো. হারুন অর রশীদ। ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১৫ সেপ্টেম্বর উপজেলার শ্রীপুরে এক শিশুকে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে প্রবাস ফেরত প্রতিবেশী বিল্লাল ভূঁইয়া (৪৫) ধর্ষণ করে। ধর্ষক বিল্লাল ভূঁইয়া একই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী ও ছেলে বিদেশে থাকে। পরে বিষয়টি প্রকাশ না করতে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় শিশুটিকে। একপর্যায়ে শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে শিশুটি ধর্ষণের কথা তার মাকে জানায়। পরে শিশুটির মা বিল্লাল ভূঁইয়া (৪৫), তার ভাই দুলাল ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (২২) ও মৃত তাজউদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ভূঁইয়াকে (৪৫) আসামি করে মামলা করেন। জাহিদ সরওয়ার কাজল বলেন, শুরু থেকে বিল্লাল পলাতক ছিল। এর মধ্যে মেডিক্যাল প্রতিবেদনে ধর্ষণের প্রমাণও মিলেছে। পরে ১৭ নভেম্বর এ মামলায় চার্জশিট দেয় পুলিশ। এ মামলা এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। এ অবস্থায় চলতি বছরের ১৪ জানুয়ারি আত্মসমর্পণ করে বিল্লাল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে ২৪ এপ্রিল জামিন আবেদন করে বিল্লাল। ওই আবেদন খারিজ করে দেন গাজীপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ। পরে আবেদনের পর ৯ মে হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। হাইকোর্টের জামিন আবেদনে বলা হয়, মেয়েটির বয়স ২১। দুজন একে অপরকে ভালোবাসে। মেয়ের মা সেটি পছন্দ করেন না। ধর্ষণের ঘটনাও ঘটেনি। কোনো প্রমাণ নেই মেডিক্যাল সনদে। জাহিদ সরওয়ার কাজল বলেন, জামিনের আদেশ নিম্ন আদালতে যাওয়ার পর জালিয়াতির বিষয়টি সংশ্লিষ্ট আদালতের নজরে আসে। আসামি এখনো বের হতে পারেনি। সে জেলেই আছে। মামলার তদবিরকারককে আগামী রোববার তলব করেছেন আদালত। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৮/মেহেদী/রফিক