আইন ও অপরাধ

পৌনে ২ কেজি সোনা জব্দ, যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে হংকং থেকে আগত যাত্রীর অন্তর্বাস (আন্ডারওয়্যার) ও তলপেট থেকে প্রায় পৌনে ২ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস। বুধবার মধ্য রাতে নুরুল আজাদ নামের এক যাত্রীর অন্তর্বাসের ভেতর থেকে ৬টি ও পায়ুপথ থেকে ৯টি সোনার বার জব্দ করা হয়। বৃহস্পতিবার ঢাকা কাস্টমস হাউস সূত্র রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। কাস্টমস হাউস জানায়, মধ্য রাতে শাহজালাল বিমানবন্দরে হংকং থেকে কেএ ১১০ বিমানে আগত যাত্রী নুরুল আজাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তর্বাসের ভেতর থেকে ৬টি সোনার বার বের করেন। পরবর্তীতে আর্চওয়ে স্ক্যানিংয়ে সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়, প্রচুর পানি ও খাবার খেতে দেওয়া হয়। পরে সেহরির সময় তিনি পায়ুপথ থেকে আরো ৯টি সোনার বার বের করেন। জব্দকৃত সোনার পরিমাণ প্রায় পৌনে ২ কেজি। যাত্রীকে আটক করা হয়েছে। রাইজিবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/এম এ রহমান/ইভা