আইন ও অপরাধ

৭৮ মাদক ব্যবসায়ী কারাগারে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৭৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরীর আদালত আসামিদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মোট ৯ মামলায় সব আসামিদের আদালতে হাজির করে মোহাম্মাদপুর থানা পুলিশ আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করে। গতকাল শনিবার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে র‌্যাব-২ মোট ১৫৩ জনকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। আসামিদের মধ্যে ৭৮ জনকে মাদক আইনের নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়। অপর আসামিদের শনিবারই মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত শনিবার বিহারী ক্যাম্পে এ অভিযান চালায় র‌্যাব। এ অভিযানে র‌্যাবের ৩৬টি টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড নিয়ে অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অভিযান দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। অভিযানের সময় ক্যাম্পে প্রবেশের প্রধান ৬টি পথসহ সবগুলো গলিপথ বন্ধ করে দেয় র‌্যাব। রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৮/মামুন খান/সাইফ