আইন ও অপরাধ

ডিবির পরিদর্শক জালাল হত্যা মামলায় প্রতিবেদন ২৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জালাল উদ্দীন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। প্রসঙ্গত, গত ১৯ মার্চ মধ্যরাতে মধ্য পীরেরবাগ এলাকায় আলিমুদ্দিন স্কুলসংলগ্ন ১০৫/এ/১ নম্বর (বাড়ির নাম-লাভলী বেগম) বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় মাথায় গুলিবিদ্ধ হন ইন্সপেক্টর জালাল। পরে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান। বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই ঘটনায় গত ২১ মার্চ মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন ডিবির এসআই শামীম আহমেদ। মামলায় মো. হাসান মাহমুদসহ আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৮/মামুন খান/সাইফ