আইন ও অপরাধ

অস্ত্র ব্যবসায়ীর ১৪ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : অস্ত্র ব্যবসার অভিযোগে দায়ের করা মামলায় মো. শামীম ওরফে আলম নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মঞ্জুরুল ঈমাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মো. শামীমকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারায় ১৪ বছর এবং অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই ধারায় দণ্ড একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে। প্রসঙ্গত, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ২০১৩ সালের ১১ নভেম্বর রাত ৮টা ১৫ মিনিটের দিকে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে রেলওয়ে সংলগ্ন মনোলোভা কাবাব রেস্তোরাঁর দ্বিতীয় তলা থেকে শামীমকে গ্রেপ্তার করে র‌্যাব-১। ওই সময় শামীমের দেহ তল্লাশি করে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। ওই ঘটনায় ১২ নভেম্বর র‌্যাব-১ এর উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৩ ডিসেম্বর শামীমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন বিমানবন্দর থানার এসআই মো. মামুনুর রশীদ। মামলার বিচারকাজ চলাকালে চার্জশিটভুক্ত ১৫ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৮/মামুন খান/রফিক