আইন ও অপরাধ

হেলালের ৩ মামলায় হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের প্রাক্তন সভাপতি আজিজুল বারী হেলালকে তিন মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম মাসুদ রানা। তিনি জানান, আজিজুল বারী হেলালকে ২০১৫ সালে করা রমনা, মতিঝিল ও পল্টন থানার তিন মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ তিন মামলাসহ তার বিরুদ্ধে মোট ৪৩টি মামলা ছিল। এখন এ তিন মামলায় জামিনের পর তার কারামুক্তিতে আর আইনগত কোনো বাধা নেই। চলতি বছরের ৩১ জানুয়ারি ছাত্রদলের প্রাক্তন এ সভাপতিকে মগবাজারের বাসা থেকে বের হওয়ার সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। সেই থেকে কারাবন্দি আছেন আজিজুল বারী হেলাল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৮/মেহেদী/সাইফ