আইন ও অপরাধ

বেসিক ব্যাংকের প্রাক্তন ডিজিএমের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেসিক ব্যাংকের প্রাক্তন ডিজিএম ও গুলশান শাখার ব্রাঞ্চ ইনচার্জ সিপার আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। আদালত চার্জশিটটি দেখেছেন। মামলার বিচারের জন্য পরবর্তীতে এ চার্জশিট ঢাকার স্পেশাজ জজ আদালতে পাঠানো হবে আদালত সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ মার্চ সিপার আহমেদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। পরে সিপার আহমেদ তার সম্পদ বিবরণী কমিশনের সচিব বরাবর দাখিল করেন। সম্পদ বিবরণী যাচাই করে দেখা যায়, সিপার আহমেদ সম্পদ বিবরণীতে ১ কোটি ৩০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া, ১ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৮৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে ২০১৭ সালের ২৫ এপ্রিল দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন। তদন্তে আসামির আরো অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। তদন্ত শেষে দুদকের ওই কর্মকর্তা এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সিপার আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদান এবং ৪ কোটি ৪১ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৮/মামুন খান/রফিক