আইন ও অপরাধ

শাহজালালে দেড় কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ লাখ টাকার দেড় কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার বিকেলে এক অভিযানে সৌদি আরবের রিয়াদ থেকে আগত সাত যাত্রীর কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের  মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা জানায়, শাহজালাল বিমানবন্দরে শনিবার বিকেলে সৌদি আরব থেকে বিজি ০৪০ বিমান যোগে আগত ৭ জন যাত্রীর কাছ থেকে ১৩টি স্বর্ণবার  জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৫৪ গ্রাম । যাত্রীরা কোনো প্রকার ঘোযণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় বিশেষ কায়দায় মোবাইলের ব্যাটারি রাখার জায়গা, জুতার মধ্যে ও শরীরের মধ্যে লুকায়িত অবস্থা থেকে শুল্ক গোয়েন্দা দল তা উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণবারের মোট মূল্য প্রায় ৭২ লাখ ৭০ হাজার টাকা। আটককৃত পণ্য ও যাত্রীর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৮/ এম এ রহমান/ইভা