আইন ও অপরাধ

উত্তরা ক্লাবে অভিযান, বিপুল পরিমাণ মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে অবৈধ মদসহ বিভিন্ন দ্রব্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে  শুল্ক গোয়েন্দা। এ সময় বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা ক্লাবে এই অভিযান পরিচালনা করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মোহাম্মদ জিয়াউদ্দিনের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। শুল্ক গোয়েন্দা জানায়, উত্তরা ক্লাব শুল্কমুক্ত সুবিধার মদ বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। রাজস্ব ফাঁকি দিয়ে শত কোটি টাকার মদ বিক্রি করে। শুল্ক গোয়েন্দা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুপুর পৌনে ২টা থেকে অভিযান পরিচালনা করছে। কিন্তু প্রতিষ্ঠানটি সহযোগিতা করছে না। যে কারণে বিকেল ৫টার দিকে তালা ভেঙে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা।

       

রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৮/এম এ রহমান/সাইফ