আইন ও অপরাধ

এবিটির গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : একাধিক ব্লগার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন আসামি ও আনসার আল ইসলামের (এবিটি) শুরা সদস্য মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বুধবার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকায় ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট অভিযান পরিচালনা করে জায়েদকে গ্রেপ্তার করে। তিনি জানান, জায়েদ এবিটির একজন সক্রিয় সদস্য। ২০১৩ সালে আনসার আল ইসলাম সংগঠনে যোগ দেয়। চট্টগ্রামসহ সারা দেশে সে দাওয়াতি কাজ করে এবং সংগঠনের গোয়েন্দা শাখার প্রধানও। এছাড়া সে এবিটির শুরা বোর্ডেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য। সে ব্লগার জুলহাস মান্নান, তনয়, নাজিমুদ্দীন সামাদ ও অভিজিত রায় হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য দিয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৮/মাকসুদ/সাইফ