আইন ও অপরাধ

পুলিশ কর্মকর্তা মামুন হত্যায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক : পুলিশের বিশেষ শাখা এসবি’র পরিদর্শক মামুন ইমরান খান হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, মামুন হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বনানীসহ ভিন্ন ভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তির নাম জানায়নি পুলিশ। উল্লেখ্য, ১০ জুলাই গাজীপুরের কালীগঞ্জের একটি জঙ্গল থেকে মামুনের হাত-পা বাঁধা বস্তাবন্দি পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দুই দিন আগে অফিস শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। শান্তিনগরে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন মামুন ইমরান। ব্যক্তিগত জীবনে অবিবাহিত মামুন ২০০৫ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) যোগদান করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/মাকসুদ/ইভা